Saturday, 10 March 2018

Charvaka Philosophy Class in Bengali for HS Education | চার্বাক দর্শন কি এবং এর প্রকারভেদ




তিনটি নাস্তিক ভারতীয় দর্শন সম্প্রদায়ের মধ্যে চার্বাক দর্শন অন্যতম। চার্বাক দর্শন জড়বাদ বা বস্তুবাদ প্রচার করে। জড়বাদ অনুযায়ী জড়বস্তু একমাত্র সত্তা এবং মন, আত্মা জড় থেকে উদ্ভুত চার্বাক বলতে সাধারণত জড়বাদীকে বোঝানো হয়ে থাকে। চার্বাক দর্শনের যৌক্তিক ভিত্তি হল তাদের জ্ঞানতত্ত্ব। জ্ঞানতত্ত্বে জ্ঞানের স্বরূপ, জ্ঞানের উৎস, জ্ঞানের সীমা ইত্যাদি প্রশ্ন আলোচিত হয়। যথার্থ অনুভবকে বলা হয় প্রমা। প্রমার করনকে প্রমান বলা হয়অর্থাৎ প্রমা বা যথার্থ অনুভব যার দ্বারা হয় তাই প্রমান। জ্ঞানতত্ত্বে চার্বাকদের সিদ্ধান্ত হল প্রত্যক্ষই একমাত্র প্রমান, কারন প্রত্যক্ষ প্রমান লব্ধ জ্ঞান সংশয় ও বিপর্যয় শূন্য। প্রত্যক্ষ লব্ধ জ্ঞান ভ্রান্ত হয় না। অনুমান প্রমান প্রত্যক্ষ নির্ভর। “যেখানে ধূম সেখানে বহ্নি” (যত্রঃ ধূমঃ তত্রঃ বহ্নিঃ) এই ব্যাপ্তি জ্ঞানের দ্বারা ধূম থেকে বহ্নির অনুমান করা সম্ভব হয় কিন্তু চার্বাক মতে অনুমান প্রমান নয়অনুমান কে প্রমান বলে স্বীকার করলে ব্যাপ্তিজ্ঞান স্বীকার করতে হয়। ব্যাপ্তিজ্ঞান সন্ধেহাতীত নয়। চার্বাক মতে ব্যাপ্তি সম্বন্ধের প্রত্যক্ষ হয় না। চার্বাকরা অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করে না। তাদের মতে ব্যাপ্তি সম্বন্ধ কে আপ্তবাক্যের দ্বারা প্রতিষ্ঠা করা যায় না। কারণ আপ্তজ্ঞান সন্দেহাতীত নয়এইরূপ ভাবে উপমান প্রমানও প্রত্যক্ষ নির্ভর জ্ঞান। সুতরাং চার্বাক মতে অনুমান, উপমান, শব্দ – সবই প্রত্যক্ষ জ্ঞান নির্ভর। তাই চার্বাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমান। চার্বাক অধিবিদ্যা তাদের জ্ঞানতত্ত্ব থেকে যৌক্তিকভাবে নিঃসৃত। তাদের মতে ক্ষিতি, অপ, তেজ, মরুত – এই চারটি প্রত্যক্ষ গম্য মহাভূতই একমাত্র সৎ। আকাশ বা ব্যোম কে চার্বাক রা স্বীকার করে না। কারণ আকাশ প্রত্যক্ষ যোগ্য নয়ার্বাক মতে ঈশ্বরের প্রত্যক্ষ হয় না, সুতরাং ঈশ্বর অস্তিত্বহীনচার্বাক দর্শন দেহাত্মবাদ স্বীকার করে। চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা। দেহের অতিরিক্ত আত্মার অস্তিত্ব নেই। চার্বাকরা সুখবাদী বলে পরিচিত। চার্বাক মতে কামই পরম পুরুষার্থ। চার্বাকরা দৈহিক সুখ বা ইন্দ্রিয় সুখের ওপরেই প্রাধান্য দিয়েছেন। এই মতবাদ পরলোক, পুনর্জন্ম স্বীকার করে না। সব শেষে বলা যায় চার্বাক মতবাদ বহুভাবে সমালোচিত হয়েছে। পুনর্জন্ম স্বীকার না করলে আত্মা যে অবিনাশী তা অস্বীকৃত হয়। শুধুমাত্র দৈহিক সুখ পরম পুরুষার্থ হতে পারে না। চার্বাক মতবাদ অত্যন্ত সঙ্কীর্ণ। এই মতবাদ কোনভাবেই গ্রহণযোগ্য নয়






** দর্শন সম্বন্ধে আরও বিশদে যানতে নিচের ভিডিও টিতে ক্লিক করুন এবং আমার এই ভিডিও টি ভালো লাগলে Like করুন, Share করুন এবং নিত্ত নতুন দর্শনের ভিডিও পেতে এই YouTube চ্যানেল টি Subscribe  করে পাসের Bell Icon টিতে press  করুন।

My Video URL : https://youtu.be/DQocSyVAWis

https://www.youtube.com/channel/UCaf-JhEn1l9pI3R-EZBS6GA

https://youtu.be/DQocSyVAWis

3 comments:

Bauddha Philosophy Class in Bengali for HS Education | বৌদ্ধ দর্শন কি এবং এর প্রকারভেদ

বুদ্ধদেবের দার্শনিক মতবাদ হল বৌদ্ধ দর্শন। বুদ্ধদেবের বানীর সংকলনকে ত্রিপিটক বলা হয়। এই তিনটি পিটক হল সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিট...